শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী ট্রাক স্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রশিদ অসহায় নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে চলছেন। তিনি বর্তমানে চেরাগ আলী ট্রাক স্ট্যান্ডের কয়েক হাজার ড্রাইভার ও হেলপারদের ছাড়াও আরো অনেক অসহায় নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে চলছেন।তিনি সংগঠনের সকল নেতা কর্মীদের নিয়ে কাজ করে চলছেন।
এ ছাড়া কিছু দিন আগে হোটেল মালিক শহিদুল ইসলাম মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন। কোথাও কোন প্রকার সাহায্যে সহযোগিতা তিনি পাননি। অবশেষে এই খবর পাওয়ার সাথে সাথেই সভাপতি আব্দুর রশিদ নগদ অর্থ দিয়ে একটি হোটেলের ব্যবসার জন্য দোকান ঘর এর ব্যবস্থা করে দেন। যা টঙ্গী স্টেশন রোড এর ফায়ার সার্ভিসের গুলিতে অবস্থিত।
শহিদুল ইসলাম জানান- গত দুই বছর যাবত না খেয়ে দিনাতিপাত করছেন পরিবার নিয়ে। একপাশে থাকার রুম অন্য পাশে হোটেল করে এখন আমি স্বাবলম্বী।
এভাবে সভাপতি আব্দুর রশিদের মত সবাই এগিয়ে আসলে সমাজের উন্নয়ন হবে এমনটাই সকলের প্রত্যাশা। এ বিষয়ে মোঃ আব্দুর রশিদ বলেন- অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা চেষ্টা করে যাচ্ছি।