বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
গাজীপুরের টঙ্গীতে অসহায় ও দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ৫৪নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি মোঃ তাহের খান। আজ (১৬ মার্চ) শনিবার সকালে তার নিজ বাসভবনে প্রায় এক হাজার পরিবারের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন তিনি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাহ হোসেন মোল্লা।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মো হারুনর রশীদ,টঙ্গী পশ্চিম থানা তাঁতীলীগের সভাপতি মো সিরাজুল হক, ইমাম বুখারী (সৌদি মসজিদ) এর ইমাম ও খতিব মাওলানা আবু সুফিয়ান, হাজী ইয়ার খান, হাজী মনির হোসেন, শাহীন মিয়াসহ অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী বিতরণকালে তাহের খান বলেন, মা ও বাবার নির্দেশে প্রায় প্রতি বছর রমজানে এসব অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।