রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বনাথে পালিত হয়েছে অহিংস দিবস। দিবস উপলক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে সোমবার (২রা অক্টোবর) দুপুরে বাসিয়া সেতুর উপর মানববন্ধন করেছে সংগঠনটি।
পিস অ্যাম্বাসেডর ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আসাদুজামান আসাদের সভাপতিত্বে ও উপজেলা গণফোরামের আহবায়ক তরিকুল ইসলামের পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক সিতাব আলী, খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, কাউন্সিলর রাছনা বেগম, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য হোসাইন আহমদ শাহিন, বিএনপি কর্মী বিলকিছ আক্তার, জাতীয় পার্টির কর্মী সামিরা বেগম, তাসলিমা বেগম প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছর ২রা অক্টোবর বিশ্বব্যাপী অহিংস আন্দোলনের অগ্রদূত মহাত্মা গান্ধীর জন্মদিনটিকে অহিংস দিবস হিসেবে পালন করা হয়।