শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৪৯ পূর্বাহ্ন
৭১সংবা২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় কনকনে শীতে বিপাকে তারাগঞ্জ উপজেলার গরিব-অসহায় শীতার্ত মানুষ। এতে বেশি কষ্টে রয়েছেন উপজেলার ছিন্নমূল মানুষ।
গরিব-দুঃখী শীতার্ত মানুষের শৈত্য কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ও প্রতিষ্ঠান ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণে ব্যস্ত মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা।
জানা গেছে, গত সোমবার (৮ ডিসেম্বর)-২৩ইং থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় পাওয়া ১৫০০টি কম্বল উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট-বাজার, আশ্রয়ণ প্রকল্প, মাদ্রাসা ও বিভিন্ন পাড়ার-মহল্লার ছিন্নমূল ও অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করছেন।
উপজেলার খারুভাজ দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিশু শিক্ষার্থীদের হাতে শীত লাঘবে কম্বল তুলে দেন ইউএনও রুবেল রানা।
মাদ্রসার মুহতামিম জানান, মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে দুঃচিন্তায় পরে ছিলাম। আল্লাহ’র রহমত ইউএনও স্যার মাদ্রাসায় এসে নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন। এই শীতের কষ্টে কম্বল পেয়ে শিশু শিক্ষার্থীদের মুখে ফুটেছে আনন্দের হাসি।
ইউএনও রুবেল রানা জানান, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে আমার সাধ্যমত প্রাপ্ত কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
তিনি আরও বলেন, চলমান এই কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায়, এ জন্য আমরা শীতার্থদের পাশে শীতবস্ত্র বিতরণ করছি। উষ্ণতার পরশ হিসেবে কম্বল দিতে পেরে আমরা ধন্য।
শীতার্থ সহযোগীয় আমরা তৎপর আছি, তবে আরও কোন এলাকায় তথ্য পাওয়া মাত্র ছুটে যাব শীতার্ত, ছিন্নমূল, অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র নিয়ে। শীতার্থদের জন্য সরকারি এ সেবা অব্যাহত থাকবে।