বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০২:২১ অপরাহ্ন
মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার কাজিপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ মোঃ মাসুদ(৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে কাজিপুর থানা পুলিশ।
তিনি সোনামুখী ইউনিয়নের রশিকপুর এলাকায় মৃতঃ শাহ্ আলী আকন্দর ছেলে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত এ বিষয় নিশ্চিত করেন ।
তিনি জানান- মান্যবর পুলিশ সুপার, জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার), স্যারের নির্দেশনায় কাজিপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাসিবুল্লাহ, কাজিপুর থানা, সিরাজগঞ্জের তত্ত্বাবধানে কাজিপুর থানার একটি অভিযানিক দল ইং ০৩/০৯/২০২২ তারিখ রাত্রী ২২.৫৫ ঘটিকার সময় তাকে গ্রেফতার করে।
তিনি আরো বলেন- বর্তমান পুলিশ মাদকের ব্যাপারে খুবই কঠোর ।তারা কাউকে ছাড় দেয়না ।