মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ মোহাম্মদ ফারুক আহমেদ নিক্সন, মোঃ মনির হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ আরিফ হোসেন জুয়েল।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম গণমাধ্যমকে জানান- হতকাল শনিবার ১১ই জুন ২০২২ইং ঢাকা মহানগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে তথ্য আসে পল্লবী থানার ৬-নং সেকশন এলাকায় চারজন মাদক কারবারি ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দিবাগত-রাত রাত ১০টা ০৫ ঘটিকায় ৪০ বোতল ফেন্সিডিলসহ নিক্সন, মনির, জাকির ও আরিফকে গ্রেফতার করা হয়।
ডিবি কর্মকর্তা আরও বলেন- গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের নিকট পাইকারী ও খুচরা বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা। উক্ত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা ৪ জন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার ১২ই জুন ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।