মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীতে বি-বাড়িয়া এক্সপ্রেসে ইয়াবা বহনকালে একজন মাদক কারবারিকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা রমনা বিভাগ। অভিযানে গ্রেফতারকৃত আসামীর নাম- মোঃ রুবেল মিয়া। সে ওই বাসটির চালক ছিল।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল গণমাধ্যম কর্মীদের জানান- শুক্রবার ১৭ই জুন ২০২২ইং কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী বি-বাড়িয়া এক্সপ্রেস পরিবহনের একটি বাসে কতিপয় মাদক কারবারি ইয়াবা নিয়ে ঢাকার দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে মতিঝিল থানার উত্তর কমলাপুর হোটেল স্টার সিটির সামনে অবস্থান নিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল।
ওই সময় ডিবি পুলিশের টিমের অফিসার সঙ্গীয় ফোর্সসহ বাসের জন্য অপেক্ষা করেন। বিকাল ৪টা ৩০ ঘটিকায় বি-বাড়িয়া এক্সপ্রেস পরিবহনের বাসটি এসে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাসের চালক রুবেল পালানোর চেষ্টা করে। ওই সময় চালক রুবেলকে গ্রেফতার করা হয়।
পরবর্তী সময়ে গোয়েন্দা পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামী মাদকের বিষয়টি স্বীকার করে। পরে রুবেলের দেখানো মতে ড্রাইভিং সিটের পেছন থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো-ব ১৫–৪০৭১ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি আরও বলেন- গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে আসছিলো। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু করা হয়েছে মর্মে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান।
উল্লেখ্য, অভিযানে মাদকদ্রব্য উদ্ধার তথা মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি আজ শনিবার ১৮ই জুন ২০২২ইং তারিখ ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।