");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-pu2yzt .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-pu2yzt .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-pu2yzt .gt_switcher .gt_current{display:none}.gt_container-pu2yzt .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-pu2yzt .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-pu2yzt .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-pu2yzt .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-pu2yzt .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-pu2yzt .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
সার্ভার হ্যাক করে জাল জন্মনিবন্ধন সনদ তৈরি অভিযোগে চট্টগ্রামে ৩ হ্যাকারসহ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ রবিবার ১৯শে ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে সিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তাররা হলেন-মোঃ সাগর আহমেদ জোভান(২৩), শেখ সেজান(২৩), মেহেদী হাসান(২৩), মোঃ শাকিল হোসেন(২৩) এবং মোঃ মাসুদ রানা(২৭)। তাদের মধ্যে জোভানের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর নোয়াপাড়ায়, সেজানের নড়াইল জেলার লোহাগাড়ায়, মেহেদী হাসানের কুমিল্লা জেলার তিতাসে, শাকিলের সিরাজগঞ্জ জেলার কামারখন্দে এবং মাসুদ রানার ময়মনসিংহ জেলার ফুলপুর এলাকায়।
সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন। বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে তিনজন হ্যাকার রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য- গত ৮ই জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বন্দর ৩৮ নম্বর ওয়ার্ডে ৪০টি, ৯ই জানুয়ারি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০টি এবং ২১শে জানুয়ারি ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডে ৮৪টি জাল জন্মনিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এসব অভিযোগে ইতোমধ্যে নগরীর বিভিন্ন থানায় কয়েকটি মামলা হয়েছে।
হ্যাকার চক্র জন্মনিবন্ধন সার্ভারে অনুপ্রবেশ করে পাঁচ হাজারের বেশি জন্মসনদ তৈরি করেছে বলে প্রমাণ মেলে। সনদপ্রতি ৫০০-৮০০ টাকার বিনিময়ে হস্তান্তরও করা হয়েছে। এর আগে ওই চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিইউ)।