রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
মাহবুবুর রহমান জিলানী- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীর কোরবানির পশুর হাট জমে উঠেছে। গতকয়েক দিন ধরে হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতে শুরু করে। দুপুরের পরই কোরবানির পশু দিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাট। হাটে বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু উঠলেও দাম চড়া থাকায় অনেক ক্রেতা ফিরে এসেছেন।
হাটে গিয়ে দেখা যায়, মাতিয়ে রেখেছে ভোলা বাবু। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক ইজারা নিয়ে আরিফুল হক রকি ও ফরহাদের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দরভাবে টঙ্গীর ঐতিহ্যবাহী অস্থায়ী গরু ছাগলের মাঠ এখন জমজমাট।
এ বিষয়ে আরিফুল হক রকি ও ফরহাদ জানান, গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃক ১ কোটি ৮২ লক্ষ টাকা দিয়ে ইজারা পান এবার ঈদুল আযহা উপলক্ষে।
সুষ্ঠু বৈদ্যুতিক ব্যবস্থা, পয়নিষ্কাশনের ব্যবস্থা, সুষ্ঠু ও সুন্দরভাবে গরু-ছাগল রাখার ব্যবস্থা করাসহ নানাবিধ সুবিধা দিয়ে যাচ্ছেন রকি ও ফরহাদ দায়িত্বে গরু বাজার। ১৭ জন শেয়ারের মাধ্যমে চলছে এই অস্থায়ী গরু-ছাগলের বিশাল হা।
টঙ্গী ট্রাক স্ট্যান্ডের সভাপতি হারুন জানান, মাননীয় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মাধ্যমে অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে এবার গরু ছাগলের অস্থায়ী এই হাট। নেই কোন বিশৃঙ্খলা চাঁদাবাজির দৌরাত্ম। ক্রেতা ও বিক্রেতারা জানান, সবাই আশার লাভে আছেন, সামনে ঈদকে কেন্দ্র করে গরু কিনবেন ও বেজবেন।