বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
মাহবুবুর রহমান- গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে গলা কাটা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও ৫ আসামী গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল সোমবার দুপুরে থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেন সাংবাদিকদের।
জানা যায়- গত ১০ তারিখে টঙ্গীর পাগাড় এলাকার মোশারফ করিম(২৫) নামে একজনকে পরিকল্পিত ভাবে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করলে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা করা হয়। হত্যার ২৪ ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন ও ৫ জন আসামী গ্রেফতার পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকান্ডের সাথে জড়িত মোঃ সোহেল মিয়া, জুনায়েদ হোসেন জুনু, মোঃ হৃদয়, মোঃ রাসেল বাবু,মো রোমান দেরকে গ্রেফতার করা হয়।
এ সময় পুলিশ জানায়,নেশার টাকার জন্য ধারালো অস্ত্র দ্বারা জবাই করে হত্যা করে অটো রিক্সা ছিনিয়ে নিয়ে পাগাড় সোসাইটি মাঠ এলাকা হতে বাবুর গ্যারেজে বিক্রি করে দেয়। পরবর্তীতে অভিযান পরিচালনা করে মো. রাসেল বাবুর গ্যারেজ হতে অটো রিক্সাটি উদ্ধার করা হয় এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।