সোমবার, ০৩ মার্চ ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন
ফেরদৌসুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের তদারকি করা হয়েছে। রবিবার (২ মার্চ) ২০২৫ইং দুপুরে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্টান্ট এলাকায়, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রির অপরাধে দুই হোটেল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, দৈনিক আলোর কণ্ঠ পত্রিকার সম্পাদক ও ঠাকুরগাঁও ক্রাইম রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ রবিউল ইসলাম, আরটিভির ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ও ক্রাইম রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল পারভেজ সহ অনেকে।
এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম বলেন, আমরা বাজার মনিটরিং করে দুই হোটেল ব্যবসায়ীকে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি অন্য ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।