শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার আতাইকুলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে ডিবি পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় পাবনা পল্লী বিদ্যুত সমিতি-২ এর আতাইকুলা জোনাল অফিসের সামনে পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ওই মাদক ব্যবসায়ী রঘুনাথপুর(কুটিপাড়া) গ্রামের মৃত আফাই এর ছেলে মোঃ জাহের শেখ(৬০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে- পাবনা পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য ওসি ডিবি মুহম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই(নিঃ) সাগর কুমার সাহা সঙ্গীয় এসআই(নিঃ) আব্দুল জলিলসহ ফোর্সের সহায়তায় গোয়েন্দা শাখা অভিযানিক দল অদ্য ১৮ই সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় পাবনা পল্লী বিদ্যুত সমিতি-২ এর আতাইকুলা জোনাল অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
আসামীর বিরুদ্ধে আতাইকুলা থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলা জানা গেছে।