মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০২:২২ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন এবং চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন ও টাকার চেক বিতরণ করা হয়। টিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোছাঃ রুম্মা আক্তার, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম সহ উপকার ভোগীগণ।
জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০টি পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ২ বান ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রুবেল রানা জানান, এর আগে কালবৈশাখী ঝড় কবলিত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। পরে ইউপি সদস্যদের মাধ্যেমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করা হয়। সে অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসূচির ঢেউটিন ও অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।