শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জ বাজারস্থ হরিজন কলোনীর বাসিন্দা বিজয় বাসফর(২০) হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি মানিক বাসফরকে(৩০) গ্রেফতার করেছে র্যাব-১৩ । বৃহস্পতিবার (২৬ অক্টেবর) সকাল ৮টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে এবং ওই দিন রাত সাড়ে ৮টায় তারাগঞ্জ থানায় হস্তান্তর করে। তারাগঞ্জ থানা পুলিশ শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় ঘাতক মানিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
মামলা সূত্রে জানা যায়, বিজয় ও মানিক বাসফর উভয়েই চাচাতো-জ্যাঠাতো ভাই এবং তারাগঞ্জ বাজার হরিজন কলোনীর বাসিন্দা। গত শনিবার (২১ অক্টোবর) রাত ১১.১৫ মিনিটে জগদীশ বাসফরের ছেলে মানিক বাসফর(৩০) তারই চাচাত ভাই বিজয়ের কণ্ঠনালিতে ধারালো ছুরি দিয়ে গুরতর জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা মুমুর্ষ অবস্থায় বিজয়কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। ঘটনার পরের দিন রবিবার (২২ অক্টোবর) বিজয়ের বাবা মালুয়া রাম বাসফর তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পূর্ব শত্রুতার জের দেখিয়ে মামলায় মানিক বাসফরকে ১নং আসামি ও হুকুমদাতা হিসেবে মানিকের স্ত্রী পারুল রাণীকে ২নং আসামি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই লতিফ জানান, র্যাব সর্বোচ্চ তথ্য প্রযুক্তি ও সোর্সিং করে মানিককে আটক করতে সক্ষম হয়। মামলার অন্য আসামী পারুল রানীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
র্যাব-১৩‘র কমান্ডার আরাফাত ইসলাম জানান, মানিক বাসফরের ছুরির আঘাতে বিজয়ের কন্ঠনালি কেটে যায় ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে মানিককে গ্রেফতারের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করি। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখাতে নিরবিচ্ছিন্নভাবে আমরা কাজ করে যাচ্ছি।