শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জ হাটে আর নয় সাধারণ ক্রেতাকে ওজনে কম দিয়ে ঠকানোর সুযোগ। এবার ভোক্তা পাবে ন্যায্য দামে ক্রয়কৃত পণ্যের সঠিক ওজন।
তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (২৮ জানুয়ারি)-২৪ইং ঐতিহ্যবাহী তারাগঞ্জ হাটে সাধারণ ক্রেতাদের ক্রয়পণ্য ওজনে কম হওয়ার শঙ্কা মনে হলে সঠিক মাপ যাচাই করার জন্য জনসাধাণের জন্য উন্মুক্ত আধুনিক পরিমাপক যন্ত্র মিনি ডিজিটাল ওয়েট মেসিন বসানো হয়েছে। সন্দেহ হলেই মেপে নিতে পারবে তার ক্রয়কৃত পণ্যের সঠিক মাপ, কম হলেই সরাসরি কল করে অভিযোগ করতে পারবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।
তারাগঞ্জ বাজার জামে মসজিদ সংলগ্ন পশ্চিম দিকে অবস্থিত “তারাবিবি মাজার” এর পাশে জনসাধারণের জন্য উন্মুক্ত পরিবেশে বসানো হয়েছে উপজেলা প্রশাসনের চমক ” আধুনিক পরিমাপক যন্ত্র।
জানা গেছে, বিভিন্ন অঞ্চল থেকে তারাগঞ্জ হাটে আসা সাধারণ ক্রেতা যেন কোন বিক্রেতার কাছে পণ্য কিনে ওজনে ঠকে না যায়, সেই লক্ষে ভেজাল রোধের পাশাপাশি ক্রেতা নিজেই যেন ওজনে কম সন্দেহ হলে ওজন যাচাই করে নিতে পারে। পর্যায়ক্রমে আরও ২টি ওজন পরিমাপক বাজারের দু’টি স্থানে বসানো হবে বলেও পরিকল্পনা রয়েছে। এর ফলে চুরির প্রবণতা চলে যাবে, ব্যবসায়িগণের নৈতিক পরিবর্তন ঘটবে। ক্রেতাদের মাঝে তৈরি হবে ইতিবাচক বিশ্বাস।
কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান বায়েজিদ বোস্তামি, সদর ইউপি চেয়ারম্যান আফজালুল হক, বাজার মসজিদ পেশ ইমাম মাঃ আশরাফুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ ক্রেতা সাধারণ। এ সময় দু’একজনের হাতে থাকা ক্রয় পণ্য দিয়ে আধুনিক পরিমাপকে ওজন যাইয়ের মধ্যদিয়ে এ সেবাকার্যক্রম শুরু হয়। ফলে উপস্থিত ক্রেতাদের মনে জেগেছে পণ্য ক্রয়ে সঠিক ওজন পাওয়ার সস্তি।
উপজেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছে সুধীজন ও সাধারণ ক্রেতা ও ব্যবসায়িগণ। অনেকের দাবি বাজারের মাছ হাটি ও গরুর মাংস হাটিতেও এমন পদ্ধতির প্রযুক্তি নির্ভর ও ক্রেতাকে সহজ উপায় ওজন সঠিক পাওয়ার মতো, এমন স্মার্ট কর্যক্রম চালু করার।