বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও )সঞ্জয় কুমার মহন্তের বদলী জনিত বিদায় সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি.আই.এম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম রেজা, যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
।ইউএনও সঞ্জয় কুমার মহন্তের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইফতার মাহফিলের আয়োজন করেন উপজেলা পরিষদ। সঞ্জয় কুমার মহন্ত রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।