মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াডহরী গ্ৰামে বসতভিটা জবব দখল করার চেষ্টায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।(০২ জুন) বুধবার সকাল ১০ ঘটিকার সময় পশ্চিম গুয়াডহরী গ্ৰামে।
থানায় অভিযোগ ও সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পশ্চিম গুয়াডহরী গ্ৰামে নুরনবীর মন্ডলের ছেলে রাশিদুল ইসলামের সাথে একই গ্ৰামের মাজহারুলগণের সাথে জমিজমা সংক্রান্ত দির্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে রাশিদুল ইসলামের বসতভিটায় পুরাতন ঘর মেরামত করতে গেলে। মাজহারুল ইসলামগণ বাঁধা নিষেধ করেন।
এতে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারমুখী আচরণ হয় এবং ঘরবাড়ীর কিছু অংশ ভাংচুরের ঘটনা ঘটে। বৃষ্টি বাদলের দিন ঘরবাড়ী মেরামত না করতে পেরে । রাশিদুল ইসলামের স্ত্রী ১৫ /২০ দিনের বাচ্চা নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
তফশীল ভুক্ত জমি বসতভিটা গোসাইবাড়ী মৌজার, জেল নং -১৭, ডিপি, খতিয়ান-১৩১৬, দাগনং ২৪৭, জমির পরিমান ৭৩ শতাংশের কাতে ১৮ শতাংশ জমি। বাদী রাশিদুল ইসলাম বলেন আমার বাপ দাদার বসতভিটায় আমরা দির্ঘদিন যাবৎ বসবাস করে আসছি। আমার পুরাতন ঘরবাড়ীর খাম খুঁটি নষ্ট হওয়ায়। আমি পুনরায় মেরামত করতে গেলে মাজহারুল ইসলামগণ আমাকে বাঁধা নিষেধ করেন।
এই বিষয়ে মাজহারুল ইসলামকে জিজ্ঞাসা করিলে তিনি বলেন এই জমি জমা নিয়া অনেক দিন ধরে কোর্টে মামলা মোকদ্দমা চলছে। কাগজপত্র অনুযায়ী যে রায় পাবে, সেই ব্যক্তি জমি পাবে। এখন জার যে টুকু দখল করে আছে, সেই ভাবে তারা ভোগদখল করে খাবে। কিন্তু রাশিদুল ইসলাম আগের চেয়ে ঘরের জায়গা বাড়ীয়ে নেয়ার কারণে। তাকে ঘর তুলতে নিধেষ করা হয়েছে। তিনি আগের জায়গাতেই ঘর নির্মাণ করলে আমাদের কোন বাঁধা নিষেধ নাই।
এই ঘটনায় রাশিদুল ইসলাম বাদী হয়ে মাজহারুল ইসলামসহ কয়েক জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।