রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে সহিংসতার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। আগামী সপ্তাহে এই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে দলটি।
মঙ্গলবার ১৯শে জুলাই তদন্ত কমিটির সদস্য বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু জাগো নিউজকে বলেন- দেশে সংখ্যালঘু নির্যাতন বেড়েই চলছে। বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক হামলা হচ্ছে। আমরা আগামী দুই-একদিনের মধ্যেই ঘটনাস্থলে (নড়াইল) গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলবো।
এরপর প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরবো। এর আগে, সোমবার ১৮ই জুলাই বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই তদন্ত কমিটির গঠনের সিদ্ধান্ত হয়। দলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অনিন্দ ইসলাম অমিত, ফাহিমা নাসরীন মুন্নি, ব্যরিস্টার রুমিন ফারহানা এমপি ও নিপুণ রায় চৌধুরী।
কমিটি আগামী ২৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদান করবে এবং তা জনসম্মুখে প্রকাশ করা হবে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com