মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
জাফর ইকবাল- হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুস্তমপুর টোল প্লাজা এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতাসহ ৩ জন নিহত হয়েছেন।
শনিবার ১৬ই জুলাই বিকেলে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- উল্লখিত স্থানে সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো ব-১৫-৭৪৮৯) যাত্রীবাহী একটি সিএনজির (হবিগঞ্জ থ-১১-২০০৬) মুখোমুখি সংঘর্ষ হয়।মুখোমুখি এ সংঘর্ষের ঘটনায় সিএনজি চালক উপজেলার আউশকান্দি ইউনিয়নের দৌলতপুর গ্রামের কাচা মিয়ার পুত্র রব্বান মিয়া(৫০) ও যাত্রী বেতাপুর গ্রামের মৃতঃ আবুল মিয়ার স্ত্রী বকুল বেগম(৫০) ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত অবস্থায় বেতাপুর গ্রামের কচি মিয়ার পুত্র ছাত্রদল নেতা ইয়াহিয়া আহমেদ চৌধুরী জাবেদুরকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। দুর্ঘটনা ও ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ পরিমল দেব।
তিনি জানান- নিহতদের লাশ উদ্ধার ও দূর্ঘটনা কবলিত গাড়ি আটক করে শেরপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। পরে হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।
স্থানীয় একটি সূত্রে জানা গেছে- ছাত্রদল নেতা ইয়াহিয়া চৌধুরী তার চাচী বকুল বেগমকে নিয়ে একই উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে তার এক আত্মীয় বাড়িতে রোগী দেখে সিএনজি যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। ওই সময় উল্লেখিত স্থানে পৌঁছামাত্র দুর্ঘটনায় সিএনজি চালক ও তার চাচী নিহত হন।