শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
‘তথ্য প্রযুক্তির সদ্বব্যবহার আসক্তি রোধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে দুই দিন ব্যাপী ৪২তম ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ শুরু হয়েছে।
সোমবার ১৬ই মে দুপুরে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।http://মেলা
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মির্জা মুরাদ হাসান বেগ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম ও নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রব্বানী প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মির্জা মুরাদ হাসান বেগ জানান- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। জেলার ছয় উপজেলার ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করেছে যারা উপজেলা পর্যায়ে সেরা তিন এর তালিকায় স্থান পায়।