শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
আবু সাঈদ- জেলা প্রতিনিধি পঞ্চগড়ঃ
গত রাতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি জামায়াতের মোট ১২জনকে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন ৫নং সুন্দর দিঘী ইউনিয়নের আবু তাহের(৫৫), মোঃ রুস্তম আলি(৩০) পামুলি ইউনিয়নের জহির রায়হান(৩০) সোনাহার ইউনিয়নের দুইবারের বিএনপি মনোনীত চেয়ারম্যান রহিমুল ইসলাম বুলবুল(৪৫) আঃ কাদের(৫৬)সহ মোট বারো জনকে গ্রেফতার করেছে।
তবে পুলিশ সুত্রে জানা যায়- পঞ্চগড় জেলার কাদীয়নিদের বিরুদ্ধে তৌহিদী জনতার ভাংচুর মামলায় আসামি করা হতে পারে।