শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
আবু সাঈদ- পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলাধীন সুন্দর দিঘী ইউনিয়নের ভুলকি পাড়ায় বৈদ্যুতিক তার থেকে আগুন লেগে আটটি বাড়ি পুরে ছাই হয়ে গেছে এবং প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
আপাতত চলার জন্য সুন্দর দিঘী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৫ কেজি করে চাল এক কেজি আলু ও প্রত্যেককে একটি করে শাড়ি ও লুঙ্গী দেন।
আগুনে পুড়ে যাওয়ার দিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস ও চেয়ারম্যান আবদুল হালিম তাৎক্ষণিক কিছু শুকনা খাবার দিয়ে যান এবং তাদের ঘর মেরামতের ব্যাবস্থা করবেন বলে আশ্বাস দেন।