সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ডিবি পুলিশের একটি চৌকস টিমের অভিযানে এক কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার ১৪ই জুন দুপুর দেড়টায় দাকে পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর ৮নং ওয়ার্ডের কলাতলা বাজারের মোড়ে মাদক বিরোধী অভিযান চালানো হয় এ সময় ১ কেজি গাঁজাসহ ওই ২ মাদক কারবারি রিয়াজ প্যাদা(২২) পিতা হারেশ প্যাদা ও মোঃ দুলাল হোসেন(২৪) পিতা বাবুল হোসেন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (প্রশাসন) একেএম আজমুল হুদা জানান- গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঘটনার সময় ওই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাদেরকে চ্যালেঞ্জ করে তল্লাশি চালায়।
এসময় তাদের হাতে থাকা ব্যাগ থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। তাদের গ্রেপ্তার করে অফিসে এনে জিজ্ঞাসাবাদ করলে যুবকদ্বয় জানায়- তারা মাদক কারবারি সাথে জড়িত।
তারা আরো জানায়- কুমিল্লা থেকে এই গাঁজা সংগ্রহ করে পটুয়াখালীতে আনা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রিয়াজ প্যাদার বাড়ি পটুয়াখালীর দশমিনায় ও দুলাল হোসেনের বাড়ি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায়
এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে এবং আসামিদের আদালতে পাঠানো হবে বলে জানান- জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (প্রশাসন) একেএম আজমুল হুদা।