সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়যাখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল পৌরশহরের বাংলাবাজার এলাকায় দুই সহদরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার ২৯শে আগস্ট রাত পৌনে ১০টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের এমপি’র ব্রীজ সংলগ্ন খাল থেকে দুই ভাইকে উদ্ধার করা হয়।
পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৃত্যু দুই শিশু মোঃ আব্দুল্লাহ(৫) ও মোঃ ফাহিম(৩) বাউফল পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আঃ আজিজ শিকদারের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়- কাউন্সিলর আঃ আজিজ শিকদারের বাসা বাংলাবাজার এলাকায়। ওই এলাকায় মসজিদের সামনে ওই শিশুদ্বয় অন্যান্য শিশুদের সাথে প্রায়ই সবসময় খেলাধুলা করতো। সোমবার ২৯ আগষ্ট পৌনে দশটার দিকে শিশুদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করে পরিবার ও স্থানীয় লোকজন।
অনেক্ষণ খোঁজাখুঁজি করে কোথাও না পাওয়া গেলে, স্থানীয় লোকজন মসজিদ সংলগ্ন ঘাট থেকে খালে নেমে খোঁজাখুজি শুরু করে। পরবর্তীতে মসজিদ সংলগ্ন ঘাট থেকে নেমে খুঁজতে খুঁজতে খালের প্রায় ৬০০ মিটার দূরে এমপির ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় শিশুদের উদ্ধার করা হয়।
ওই শিশুদের অকাল মৃত্যুতে শিশুর পরিবারসহ এলাকায় বইছে শোকের মাতম। মঙ্গলবার ৩০শে আগস্ট সকাল নয়টার দিকে বাউফল শেখ রাসেল মিনি স্টিডিয়ামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদেরকে সমাহিত করা হয়।