শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
হাকিমপুরে আবাসিক এলাকায় মুরগির খামার, স্বাস্থ্য ঝুঁকিতে প্রতিবেশী লালমনিরহাটে ৪ মাদক ব্যবসায়ী আটক রংপুর প্রেসক্লাবে সদস্য অন্তর্ভুক্তিতে কোন বাঁধা নেই রসিকের প্রধান নির্বাহী’র অপসরণের দাবি তারাগঞ্জে উন্নত কৃষি প্রযুক্তির রিপার ও ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ নড়াইল-যশোর মহাসড়কে দুর্ঘটনায় পুলিশের এসআইসহ নিহত ৩ পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা পুঠিয়া কান্দ্রা কলাবাগান থেকে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার র‌্যাব-১৩ এর অভিযানে দিনাজপুরে গাঁজাসহ গ্রেফতার ২ ছেলের চুরির অভিযোগে বাবাকে কুপিয়ে হত্যা গ্রেফতার-৫ নড়াইলে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ লক্ষ্মীপুরে নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাংবাদিকতার শুদ্ধ চর্চায় অঙ্গীকারবদ্ধ পীরগাছা প্রেসক্লাব রংপুরে “জুলাই অভ্যুত্থান ও শ্রমজীবীদের হিস্যা” শীর্ষক আলোচনা দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন করা হবে- সহকারী পুলিশ সুপার ধুনটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নড়াইলের নবাগত পুলিশ সুপার রবিউল ইসলাম “প্রকাশিত সংবাদের প্রতিবাদ” র‍্যাব-১১ এর অভিযানে কুমিল্লায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নীলফামারীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রী মেডিকেল ক্যাম্প

পাবনায় পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে ৮ নৌকা সহ ২৪ জেলে আটক

মোঃ নূরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনায় সরকারি নিষেধাজ্ঞা অপেক্ষা করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারে সুজানগর উপজেলায় অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক এবং ৮টি নৌকা সহ বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করেছে নৌ-পুলিশ।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান নাজিরগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ সাইদুর রহমান। এর আগে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সুজানগর উপজেলার বিটভিলা গ্রামের সোরাব খাঁর ছেলে তোরাব আলী খাঁ(৫৫), মৃতঃ আলেক খার ছেলে আল আমিন(২২), আবু বক্কর শেখের ছেলের আসাদ শেখ(২৮), আবুল শেখের ছেলে বাবু শেখ(৩৮), মালিফা গ্রামের আব্দুল বাতেন মোল্লার ছেলে নুরুল মোল্লা(৩০) ও হৃদয় হোসেন(১৬), মৃত তফিজ উদ্দিনের ছেলের বাবু শেখ(৩০), রাজবাড়ীর পাংশা শামিলপুর গ্রামের আজিম উদ্দিন শেখের ছেলে আলিম শেখ(৩৮), একই এলাকার মৃত শাহিনুদ্দিনের ছেলে নায়েব আলী শেখ(৫৫), মৃতঃ রহিম উদ্দিন বিশ্বাসের ছেলে রাজ্জাক বিশ্বাস(৬০), বালাজ উদ্দিন প্রামাণিকের বাবুল হোসেন(১৭), পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকার মোজাহার মন্ডল এর ছেলে মিরাজ মন্ডল(৩৫), মিরপুর এলাকার মৃত মুসলিম মন্ডলের ছেলে তমসের মন্ডল(৩৮), ঢালারচর এলাকার আজিদ সরদারের ছেলে আবেদ আলী সরদার(৩০), নেপাল মন্ডলের ছেলে কুরবান মন্ডল(৪০), রাজবাড়ী সদরের সুকদেবপুর মৃত জামিল মণ্ডলের তাজুল মন্ডল(৫০), বারাইপুরী এলাকার শহিদুল ইসলামের ছেলে ওয়াজেদ মন্ডল(২২), সুজানগরের ৪৩চর এলাকার ইসমাইল শেখের ছেলে আব্দুর রহমান শেখ(৩৫), রাজবাড়ীর কালুখালী থানার হরিন বাড়িয়া চর এলাকার বক্কর শেখের ছেলে আফাজ শেখ(২০), পাবনার আমিনপুরের চর কুছলা ডাঙ্গি এলাকার শহিদুল্লাহ ফকিরের ছেলে সবুজ ফকির(৩৩), একই এলাকার জামাল মন্ডল এর ছেলে মুন্নাফ মন্ডল(৩৫), রমজান ফকিরের ছেলে মনির হোসেন(২৮), আবু তালেব মন্ডলের ছেলে রুহুল মন্ডল(৩২), কালিকাপুর এলাকার মৃত জামাল শেখের ছেলে আছের উদ্দিন।

নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাইদুর রহমান বলেন, রাজশাহী নৌ-পুলিশ অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে রাতভর সুজানগর উপজেলার রায়পুরে ও হাসামপুরের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অপেক্ষা করে মা ইলিশ মাছ ধরছে জেলেরা- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়। এসময় তাদের ৮টি নৌকা, ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com