বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
মোঃ নুরুন্নবি- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৫ জন। শনিবার ১৫ই জুলাই সকাল ১১টার দিকে নাটোর- কুষ্টিয়া মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও ট্রাক দুমড়েমুচড়ে যায়। নিহত ব্যক্তি বাসের কন্টেকটার বলে ধারণা করা হচ্ছে। এখনও তার নাম ঠিকানা পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে রাজশাহী থেকে রাব্বি পরিবহন নামে একটি বাস পাবনার দিকে ও বিপরীতমূখী আরেকটি ট্রাক নাটোর জেলার দিক যাচ্ছিল। ট্রাক- বাস দু‘টি মুলাডুলি কৃষি ফার্মের কাছে আমতলা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ওই ব্যক্তি নিহত হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দু‘টি বাহনই বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর উভয় গাড়ি মহাসড়কের দুই পাশে ছিটকে পড়ে। এ সময় মহাসড়কে যানজট সৃষ্টি হয়। থানা-পুলিশ এসে সড়ক যানজট মুক্ত করে।
পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকায় চিকিৎসা নিচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com