লাতিফুল সাফি
- ২৪ জুন, ২০২৩ /
মোস্তোফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করেছে। পীরগঞ্জ উপজেলার চৈত্রকোল ইউনিয়ন আওয়ামীলীগ ।
এ উপলক্ষে সকালে চৈত্রকোল ইউনিয়ন আওয়ামীলীগের কলোনী বাজারস্থ কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবর জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। বাদ জুম্মা একটি বর্নাঢ্য রেলী কলোনী বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের মালা অর্পনের মাধ্যমে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এরপর কলোনী বাজার বালিকা বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান সবুজের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফজলুল করিম, পিটার লাকড়া, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য শাহআলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান শাহ, সহসভাপতি প্রভাষক রোকনুজ্জামান তালুকদার, মাহবুবর রহমান মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সদস্য দেলদার হোসেন মন্ডল, সহ প্রচার সম্পাদক লুৎফর রহমান মন্ডল, শ্রম বিষয়ক সম্পাদক সরওয়ার জাহান, সহসভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু প্রমূখ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।