শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্ত সামাজিক উন্নয়ন ও জীবন মান উন্নয়নের জন্য ৩৪৬ জন পরিবারের মধ্যে ষার ও ভেড়া বিতরণ করা হয়। গত ১৩ই জুন দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে এ সকল ভেড়া ও ষার বিতরণ করা হয়।
প্রকাশ, গত ৮ই জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান এর শুভ উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস্ চেয়ারম্যান, রওশন আরা আলম রিনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাক্তার তাজুল ইসলাম, ভেটেনারি ডাক্তার মিজানুর রহমান প্রমুখ। ৭৫ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে একটি করে ষার প্রদান করা হয়।
আজ ১৪ই জুন দুপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক ২৭১ পরিবারের মধ্যে দুইটি করে ভেড়া বিতরণ করা হয়। সর্বমোট ৭৫ জন পরিবারকে একটি করে ষার ও ২৭১ জন পরিবারের মধ্যে দুটি করে ভেড়া মোট =৫৪২টি ভেড়া ও ৭৫টি ষার বিতরণ করা হয়।