শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে ইয়াসিন আলীর পরিবারের উপর মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনাটি বুধবার বিকেলে উপজেলার কুমারগাড়ী গ্রামে ঘটেছে। এঘটনায় পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়, কুমারগাড়ী গ্রামের ইয়াসিন আলীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে একই গ্রামের মৃত আমিনুল্লাহ‘র ছেলে তারা মিয়া(৫০), তারা মিয়ার ছেলে আরিফুল ইসলাম(১৮), আমিনুল্লাহ’র ছেলে চাঁন মিয়া(৫৬), আবু তাহেরের মেয়ে শাহিনুর বেগম(৪২) এবং কৈয়াগাড়ী গ্রামের মৃত ইদ্রীস আলীর ছেলে আবু তাহের(৭৫) এবং রাজা মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া(৩৮) বিবাদীগণ আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে গতকাল ১২ই জুলাই বিকেলে পূর্বশত্রতার জের ধরে আমার বসতবাড়ী সামনে আসিয়া আমাকে ও আমার পরিবারের লোকজনেকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে।
আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীদের গালিগালাজ করিতে নিষেধ বিবাদীগণ আমাকে এলপাতাড়ী মারপিট করে। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে আমাকে ও আমার পরিবারের লোকজনকে বিভিন্ন ধরণের ভয়ভীতি ও গ্রাণ নাশের হুমকি প্রদান করে চলে যায়।
এরই জের ধরে বুধবার সন্ধায় বিবাদীগণ হাতে লাঠি সোটা হাতে নিয়ে বসবাড়ীর গেটের সামনে এসে আমাকে ও আমার পরিবারের লোকজনকে বাড়ী হতে বের হইতে দিবে না বলে আমার বাড়ির গেটে লাঠি দিয়ে মারডাং করে। আমি পরিস্থিতি বেগতিক দেখিয়ে জাতীয় জরুররী সেবো ৯৯৯ কল করে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ঘটনার বিষয়ে দেখেন ও শুনেন। এঘটনার পর বিবাদীগণ আমাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদাণ করছে। এঘটনায় ভুক্তভুগি পরিবার বাদি হয়ে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছন।