লাতিফুল সাফি
- ৮ জুলাই, ২০২৩ /
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী দু’টি কোচের মুখোমুখী সংঘর্ষে পিতাপুত্র নিহত ও ৩০ জন যাত্রী আহত হযেছে। শনিবার দুপরে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের খেজমতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী এনা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৭৮৯৪) এর সঙ্গে ঢাকা থেকে লালমণিরহাটগামী অনিন্দ্য পরিবহন(রংপুর- ব- ১১- ০০৪২)এর ঘটনাস্থলে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পীরগঞ্জের রাধাকৃষ্ণপুর গ্রামের আল আমিন(৫২) ও তার শিশু পুত্র মাহিন মিয়া(০৭) পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় এবং স্ত্রী মিতালী বেগম গুরুতর আহত হয়।
এ ছাড়া দুর্ঘটনায় উলিপুরের দক্ষিন গজারিয়া গ্রামের আরাফাত(৩১), কুড়িগ্রামের পলাশবাড়ী গ্রামের আখলাছুর রহমান(৪৬) পুত্র আবিদ(১৪), রাজারহাটের মাঝপাড়া গ্রামের জয়নব(৪০), আব্দুর রহিম(৬২), বুলবুলি(৪৫), কাউনিয়ার সাদুর গ্রামের, মশিউর রহমান(২৯) , গোবিন্দগঞ্জের আনোয়ার হোসেন(৪০) সহ আহত প্রায় ৩০ জনকে পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে এবং দুর্ঘটনা কবলিত কোচ পুলিশ হেফাজতে রয়েছে।