শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
মোস্তোফা মিয়া পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে পৌরসভার বড়বিলা স্লুইসগেটে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে শরিফুল নামের এক যুবককে হত্যায় মামলা দায়ের হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়,২২ জুন বৃহষ্পতিবার দুপুরে পৌরসভার বড় বিলা স্লুইসগেটে পার্শ্ববর্তী সাদুল্ল্যাপুর উপজেলার ফরিদপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র শরিফুল আরও তিন বন্ধসহ ঘুরতে আসে।
অপর দিকে পীরগঞ্জের দুই কিশোর বান্ধবীসহ আড্ডা দিচ্ছিলো। হঠাৎ কে বা কাহারা শিষ দেয়। বান্ধবীকে দেখে শিষ দিলো কেন এই কথা বলে ওই কিশোরদ্বয় শরিফুলদের উপর চড়াও হয়। উভয় পক্ষের বসচা শুরু হলে এক কিশোর তার আরও বন্ধুদের ডাক দেয়। এসময় আরও দুই তিন জন বন্ধু এসে শরিফুলদের মারপিট শুরু করে। মারপিটের একজন গুরুত্বর আঘাত করে বসে শরিফুল কে। সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
এই ঘটনায় শরিফুলের মা বাদী হয়ে পীরগঞ্জের চেরাগপুর গ্রামের মাহমুদুন্নবী রাজু মাস্টারের ছেলে মনিরুজ্জামান নিরব, পৌরসভার ৫ নং ওয়ার্ডের রবিউল তালুকদারের ছেলে ছাতিব তালুকদার, ধনশালা উত্তর পাড়ার মনোয়ার হোসেন মনুর ছেলে নেহাল সরকার ওসমানপুর খিয়ারপাড়া গোডাউন মোড়ের মৃত গোলাম মোস্তফার ছেলে আলিফ সহ আরো অজ্ঞাত ২/৩ জনের নামে পীরগঞ্জ থানায় হত্যা মামলার এজাহার দায়ের করলে থানা পুলিশ মামলাটি রুজু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হলেও সাড়াশি অভিযান চলছে মর্মে ওসি আনোয়ারুল ইসলাম জানান।