রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
সুন্দর সমাজ বিনির্মানের অন্যতম শর্ত হলো জাতি বর্ণ নির্বিশেষে সকলের শান্তিপূর্ণ সহাবস্থান। সম্প্রতি রংপুরের গঙ্গাচড়ায় বিশ্বনবী (সা:)কে অবমাননার সূত্র ধরে উদ্ভূত পরিস্থিতি থেকে পূর্ব সতর্কতার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পীরগাছা উপজেলা নবগঠিত কমিটির প্রতিনিধিরা পীরগাছা থানা পুলিশের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বৃক্ষরোপণ করেছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পীরগাছা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন, বাবুল আখতার, এ বি এম মিজানুর রহমান, মাহাবুর রহমান (মিঠু) এবং জাতীয় যুবশক্তির সংগঠক ফারদিন এহসান মাহিম উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার আইনশৃংখলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতি এবং সংস্কৃতির মানুষের মধ্যে বিদ্যমান শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, সমাজে ঐক্য, সংহতি ও সহযোগিতার পরিবেশ তৈরির প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিবেশ সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর একটি হলো বৃক্ষরোপণ করা। এর মাধ্যমে সবুজ পৃথিবী গড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। সম্প্রীতি ও মানবিক রাষ্ট্র বিনির্মানে এনসিপি’র এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা প্রত্যেক নাগরিককে আহবান করবো আসুন সকলে মিলে বেশী বেশী বৃক্ষরোপণ করি।
পীরগাছা থানার অফিসার ইনচার্জ ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, বৃক্ষরোপণ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। এছাড়াও, বৃক্ষরোপণ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। তাই এধারা অব্যাহত থাকা জরুরী।