শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৯ অপরাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা নাইম(১৭) মানের এক কিশোর নিহত হয়েছে। এসময় ভ্যানের অপর ৭ জন আহত হয়েছে। রোবাবার (৬ই আগষ্ট-২৩ইং) রাত্রি ১টার সময় ঢাকা-রাজশাহী মহাসড়কের তারাপুর নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত নাইম উপজেলার বানেশ্বর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃতঃ আব্দুর রাজ্জাকের ছেলে।
আহতরা সবাই উপজেলার শাহবাজপুর গ্রামের, নাজিমুদ্দিনের ছেলে শামিম(৩৫), রবিউলের ছেলে জুয়েল রানা(১৮), মৃতঃ সাদেকুলের ছেলে তুহিন(২১), মিন্টুর ছেলে সুমন(১৭), হামজালের ছেলে আল আমিন(২১), মুনসুরের ছেলে জিয়াউর রহমান(৪০) ও আবু সাইদের ছেলে রিপন(২৫)।
জানা গেছে, গতকাল শনিবার রাত্রিতে একটি ভ্যানিয়ে ঘুরতে বাহির হয়। পরে রাত্রি ১টার সময় বাড়ি ফিরার পথে ঢাকা-রাজশাহী মহসড়কের তাবাপুর নামক স্থানে পৌঁছানো মাত্রই বিরীতগামী একটি ট্রামের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা সবাই মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে গুরুতর আহত নাইম মারা যায়। এসয় আহত সবাইকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাদেরকে রামেক হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে পবা হাইওয়ে থানা পুলিশ ইনচার্জ মোফাক্কারুল ইসলাম বলেন, দূর্ঘটনাটি গভির রাতে হয়েছে। দূর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইননি ব্যবস্থা নেওয়া হবে বলে এ কর্মকর্তা জানান।