শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
রাজশাহীর পুঠিয়ায় গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে পুঠিয়া সাংবাদিক সমাজ প্রতিবাদ সভা করেন। সোমবর (১১ আগস্ট) বিকাল ৫টায় পুঠিয়া সাংবাদিক সমাজের কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায়, দৈনিক ইনকিলাব ও দৈনিক বার্তা পত্রিকার প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি সাজেদুর রহমান জাহিদ, দৈনিক সানশাইন পত্রিকার মেহেদী হাসান, দৈনিক ভরের ডাক প্রত্রিকার মফিজুল ইসলাম ডলার, দৈনিক গণধ্বনি পত্রিকার এস,এম, আব্দুর রহমান, দৈনিক কালবেলা প্রত্রিকার ইউনুছ আহাম্মেদ শিশির, দৈনিক আমার সংবাদ পত্রিকা ও ৭১সংবাদ২৪.কম এর মাজেদুর রহমান (মাজদার), যশোর সংবাদ এর মারসিফুল ইসলাম সুইট।
উক্ত প্রতিবাদ সভায় বক্তারা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সভার শেষে মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।