শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
রাজশাহীর পুঠিয়ায় উপজেলায়পেঁয়াজের ক্ষেত থেকেয় স্থানীয় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কৃষক মিজান(৪৮) উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
গতকাল সোমবার ৪ঠা এপ্রিল ৯টার সময় সৈয়দপুরে নিজ বাড়ির পার্শ্বে মোসলেম উদ্দিনের পেঁয়াজের ক্ষেতে লাশ পরে থাকতে দেখলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুঠিয়া থানা পুলিশ গিয়ে অক্ষত অবস্থায় লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক ভাবে কিভাবে মৃত্যু হয়েছে তা স্পষ্ট না হওয়ায় ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে কি ভাবে কৃষক মিজানের মৃত্যু হয়েছে।
প্রাথমিক তদন্ত চলছে বলে নিশ্চিত করে জানিয়েছেন পুঠিয়া থানা অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত মিজানের স্ত্রী সন্তান কেও কোনো মামলা দায়ের করেনি বলে জানা গেছে।