বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
ভারতে প্রশিক্ষণ নিতে গিয়ে বাউফলের ইউএনও মোঃ আল আমিনের(৩৮) মৃত্যু হয়েছে। রবিবার সকালে তিনি বুকে ব্যাথা অনুভব করার পর চিকিৎসকের স্বরণাপন্ন হন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান।
গত ৪ঠা জুন প্রশিক্ষনের জন্য ভারতে যান ইএনও আল আমিন। ভারতের উত্তরখন্ড প্রদেশেরমিশৌরীতে প্রশিক্ষনে ছিলেন তিনি। আাগামী ১৬ই জুন তার দেশে ফেরার কথা ছিল। ২০২১ইং সালের ৩০শে অক্টোবর তিনি বাউফলে যোগদান করেন। তার জমজ দু‘টি শিশু কন্যা সন্তান রয়েছে। ইউএনও আল-আমিনের বাড়ি বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা ইউনিয়নের চুনাখালী গ্রামে।
ইতিমধ্যে বাউফলে তিনি সুনাম কুড়িয়েছেন। সর্ব মহলে তিনি প্রশংসার পাত্র হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। তার এই অকাল মৃত্যুতে বাউফল উপজেলা পরিষদ গভীরভাবে শোকহত হয়েছেন। তার রুহের মাগফেরাতের জন্য বাউফল উপজেলার সর্বস্তরের মানুষ দোয়া কামনা করেছেন।