শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন- বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুর জেলা বকশিগঞ্জে উপজেলার বাট্টাজোড় জিন্নাহ বাজারে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় উকিল মিয়াকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীসহ এলাকার লোক জন। আজ বুধবার সকালে ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে আগুনে পুড়ে ছাই হওয়া দোকানের সামনে এ মানববন্ধন করে ক্ষতিগস্ত ব্যবসায়ীরা।
আগুনে ক্ষতিগস্ত ব্যবসায়ীরা জানান, ইচ্ছা কৃত ভাবে পেট্রোল দিয়ে উকিল মিয়া রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয়। এতে ৬টি দোকান আগুনে পুড়ে যায়। প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
নিঃস্ব হয়ে পড়েন সাধারণ ব্যবসায়ীরা। সিসি টিভি ফুটেজ দেখে সনাক্ত করা হয় উকিল মিয়া নিজে আগুন লাগিয়ে দিয়েছেন। কিন্তু কয়েকদিন হয়ে গেলেও তাকে আইনের আওতায় আনা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি তাকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হোক। যেন সে আর এরকম অন্যায় কাজ করতে না পারে।