সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফলের বাউফল প্রেসক্লাবের সাবেক সহঃ সভাপতি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার বাউফল প্রতিনিধি ও বাউফল এনজিও ফোরামের সমন্বয়ক মোঃ দেলোয়ার হোসেন এর মেয়ে মারিয়াম জামিলা বাউফল দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২২ইং সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।
বৃত্তি পাওয়ার পিছনে বিদ্যালয়ের সকল শিক্ষকদের অবদান ছিল। বিশেষ করে ওই বিদ্যালয়ের শিক্ষক শিরিন আক্তারের শ্রম ছিল অপরিসীম। মারিয়াম জামিলার স্বপ্ন সে ভবিষ্যতে একজন ভাল ডাক্তার হত চান। সকলের কাছে দোয়া কামনা করেছে। এ বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্য ৭ জন ট্যালেন্টপুল ও ১০ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
এ ব্যাপারে সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন বলেন- মরিয়মের বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমার মেয়ে সহ অনেকেই বৃত্তি পেয়েছে এজন্য আমি সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই।