বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারু শিল্পীরা। শারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে বাউফলে ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ৭৩ টি পূজা মন্ডবে প্রতিমা তৈরির কাজ চলছে।
তার মধ্যে ৬২ টি প্রতিমা ও ১২ টি ঘট পূজা তৈরি করা হচ্ছে। শেষ মূহুর্তের মাটির কাজ হয়ে গেলে কারিগরদের হাতের ছোয়ায় রং তুলি দিয়ে প্রতিমা গুলোকে রং দিয়ে বর্নিল রং দিয়ে সাজানো হচ্ছে। প্রতিমাকে পরিয়ে দেয়া হচ্ছে অলংকার সহ সাজসজ্জা সামগ্রী ও পূজার কাজে ব্যবহৃত সামগ্রী।
আগামী ২০ অক্টোবর ২০২৩ ( ৩ কার্তিক ১৪৩০) তারিখ শারদীয় দুর্গা পূজা শুরু হবে। ৬২ টি শারদীয় দুর্গা পূজা মন্ডপ গুলোকে সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত করা হবে। বিশৃংখলা ঠেকাতে এই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। যাতে করে অনাকাঙ্ক্ষিত কোন ধরনের ঘটনা না ঘটাতে পারে।
বাউফল উপজেলা পূজা উজ্জাপন কমিটির সাধারণ সম্পাদক অতুল চন্দ্র পাল বলেন শারদীয় দুর্গা পূজার প্রতিমা তৈরি প্রায় শেষ পর্যায়ে আলোকসজ্জা সহ যাবতীয় কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে প্রতিমা গুলো প্রস্তত হচ্ছে।