শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন
ছবি- সংগৃহীত “বিদ্যুৎ বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি”
এতদ্বারা রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তারাগঞ্জ জোনাল অফিস আওতাধীন সকল গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে পাওয়ার গ্রীড বাংলাদেশ পিএলসি, সৈয়দপুর কর্তৃক (টি-৪) পাওয়ার ট্রান্সফর্মার সহ বাসবার রক্ষনাবেক্ষন কাজের জন্য আগামীকাল রবিবার ১৯/১০/২৫ইং সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
সৈয়দপুর গ্রীড হতে আগত চিকলী উপ-কেন্দ্রের সকল ১১ কেভি লাইন সমূহ (তারাগঞ্জ বাজার, উপজেলা ক্যাম্পাস, আলমপুর ইউনিয়ন, কুর্শা ও সয়ার ইউনিয়ন (আংশিক) ও সৈয়দপুর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকা সমূহে সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে। একই সাথে পল্লী বিদ্যুৎ কর্তৃক রক্ষনাবেক্ষন কাজ সহ লাইন পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন করিবে।
বিঃদ্রঃ কাজ সমাপ্তি সাপেক্ষে নির্ধারিত সময়ের আগে/পরে বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে। রক্ষনাবেক্ষন কাজ সহ লাইন পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তনকালিন গ্রাহকগণকে বৈদ্যুতিক লাইন হতে নিরাপদ দুরুত্ব/সতর্কতা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো।
সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
জরুরী প্রয়োজনে যোগাযোগ- ০১৭৬৯-৪০১৭৯১