শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
মেয়াদ উত্তীর্ণ পন্য রাখা ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা বাজারের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ৭ই এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র বিভিন্ন ধারায় দুই প্রতিষ্ঠানকে ওই জরিমানা করে।
মোবাইল কোর্ট পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকারের সাথে থানার এসআই মোয়াজ্জেম হোসেন’সহ একদল পুলিশ ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।