শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে এই শ্লোগান নিয়ে-প্রতিবছরের মতো গরিব ও দুস্থ মানুষের মাঝে সিলেটের বিশ্বনাথে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
আজ রবিবার ২৪শে এপ্রিল তেলিকোনা এলাহাবাদ রহমান মনজিল কেন্দ্রীয় কার্যলয়ে শতাদীক অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্তিত ছিলেন- আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ এর সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল মালিক, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ উপদেষ্টা সাংবাদিক নুর উদ্দীন, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ অর্থ সম্পাদক পীর আমিনুর রহমান, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সদস্য জনাব কমর উদ্দীন, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সদস্য জনাব লিয়াকত আলী, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ ARET TV র মিডিয়া সমন্নয়ন কারী এম. মাহফুজুর রহমান, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ স্থায়ী সদস্য হাফিজ মাহমুদ সুলতান, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ স্থায়ী সদস্য আবিদুর রহমান, আজিমুর রহমান হামিম, তোয়াছিন প্রমুখ উপস্থিত ছিলেন।