শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে রবিবার ১৭ই এপ্রিল দুপুরে উপজেলার পূর্ব শ্বাসরাম গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য প্রবাসী কামাল মিয়া, ময়নুল ইসলাম, শফিকুল ইসলাম ও তাদের আত্নীয়-স্বজনের উদ্যোগে রমজান মাস উপলক্ষ্যে এলাকার দুই শতাধিক অসহায়-দরিদ্র-গরীব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রবাসী কামাল মিয়ার সভাপতিত্বে ও সংগঠক সুমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গ্রামের মুরব্বী হাজী আব্দুল করিম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সংগঠক সুহেল আহমদ, পূর্ব শ্বাসরাম জান মোহাম্মদ জামে মসজিদের ইমাম মাওলানা হাফিজ আব্দুল আলীম। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা হায়াতুল ইসলাম।