রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীদের উপর সন্ত্রাসীদের হামলা এবং ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লাকে অনৈতিকভাবে গ্রেফতারের প্রতিবাদে লক্ষীপুরে ঝটিকা মিছিল ও বিক্ষোভ করেন গণধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের লক্ষ্মীপুর জেলা ছাত্র ও শ্রমিক অধিকার পরিষদ।
ঝটিকা মিছিল ও বিক্ষোভ প্রতিবাদে অংশ নেন জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক অ্যাডভোকেট নূর মোহাম্মদ, সদস্য সচিব সার্জেন্ট (অব) সোলায়মান চৌধুরী, ছাত্র অধিকারের সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক শাহেদুর রহমান রাফি, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, সাবেক উপ-দপ্তর সম্পাদক ইকবাল হোসেন, সাবেক অর্থ সম্পাদক জাকির হোসেন, সাবেক কার্যকরী সদস্য তাসনিম সাঈদী, রামগতি উপজেলার আহবায়ক শাখাওয়াত হোসেন ইমন, রামগঞ্জ উপজেলার সাবেক আহবায়ক ইয়াসিন হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন। এছাড়াও জেলা শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক নেওয়াজ শরীফ, লেখক ফয়সাল আহমদ সুমনসহ সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীবৃন্দ।
এই সময় বক্তারা ভিপি নুরের উপর হামলার প্রতিবাদ জানান ও ছাত্রনেতা বিন ইয়ামিন মোল্লার নিঃশর্ত মুক্তি কামনা করেন।