শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ন
আব্দুস সালাম রুবেল- সদর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে বাড়ীর পাশে ময়লা ফেলার নর্দমায় পড়ে মারিয়ম নামে ১৭ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে সদর উপজেলার ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের হঠাৎ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারিয়ম হঠাৎ পাড়া গ্রামের কাঠমিস্ত্রি রহুল আমিন এর ছোট মেয়ে।
পরিবারের সদস্যরা জানায়, প্রতিদিনের ন্যায় শিশুটি দুপুরে গোসল করে খাওয়া করার পর বাড়ীর খলায় (উঠানে) খেলা করতে গিয়ে পরিবারের চোখ এড়িয়ে পাশ্ববর্তী বাড়ির পাশে থাকা নর্দমায় পরে যায়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর প্রতিবেশীদের চোখে পড়ে শিশুটি নর্দমায় পড়ে আছে। এ সময় শিশুটিকে নর্দমা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।
এদিকে শিশুটির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে আত্নীয় স্বজনদের মাঝে। শিশুটির পরিবারের আহাজারীতে কেউ চোখের পানি ধরে রাখতে পারেনি।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি), দুলাল উদ্দিন জানান, মারিয়ম নামে ১৭ মাসের এক শিশু বাড়ীর উঠানে খেলতে খেলতে পরিবারের অগোচরে পাশ্ববর্তী বাড়ীর পাশে নর্দমায় পড়ে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।