বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরে পুলিশের কনস্টেবল পদে নিয়োগে প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দুপুরের দিকে শহরের পুরাতন কোর্ট এলাকা থেকে ইউনুস আলী বেপারী ও রিপন হাওলাদার নামে দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা।
আটক ইউনুস(৫৮) সদর উপজেলার ব্রাহ্মনদি গ্রামের মৃতঃ আবুল বেপারীর ছেলে ও রিপন(৩৫) একই উপজেলার হোগলপাতিয়া এলাকার মৃতঃ জালাল হাওলাদারের ছেলে।
রবিবার সকালে পুলিশ লাইনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মাদারীপুরের পুলিশ সুপার মোঃ মাসুদ আলম।