রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপিরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যানের তিনযাত্রী নিহত হয়েছে। এ সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন। বুধবার রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার সানেরপাড়ে বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়- সন্ধ্যায় বরিশাল থেকে আরিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি মাদারীপুরের রাজৈর উপজেলার সানেরপাড় বটতলা এলাকায় আসলে সামনে থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানের তিনযাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের উল্টোপাশের খাদে পড়ে যায়। এতে আহত হন বেশকয়েকজন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজৈর থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান- সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি থানা পুলিশ কাজ করছে। এদিকে ঘটনার পর বাসের চালক ও হেলফার পালিয়ে গেলেও তাদের ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com