শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
দুলাল হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোগে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। ০৫ জানুয়ারি শুক্রবার সকাল ১০ ঘটিকায় শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে ওই পাওয়ার টিলার বিতরণ করা হয়।
মার্কেন্টাইল ব্যাংক সূত্রে জানা গেছে, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বিশেষ ‘সিএসআর’ ফান্ডের আওতায় কৃষকদের মাঝে ওই পাওয়ার টিলার বিতরণ করা হয়। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কালাইয়া শাখা ব্যবস্থাপক আল মামুনের উপস্থিতিতে বাউফল সদর ইউনিয়নের কৃষক নাজমুল হক, ফকু হাওলাদার, ইব্রাহিম গাজী, চুন্নু হাওলাদার ও বশার হাওলাদারের মাঝে ওই পাওয়ার টিলার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের প্রতিনিধিগন, শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাখওয়াত হোসেন মিন্টু, সাংবাদিক মোঃ তৌহিদ উজ্জল, দৈনিক ‘সরেজমিন বার্তা’ পত্রিকার বাউফল প্রতিনিধি মোঃ দুলাল হোসেন প্রমূখ।