বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি.
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর লরেন্স ইউনিয়ন পরিষদের সচিব সাইফুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা খোকন মেম্বারের বিরুদ্ধে জেলে কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও প্রতিবন্ধী ভাতা দিয়ে তিন থেকে পাঁচ হাজার টাকা করে হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
ভিজিএফ’র চাল বিতরণ থেকে জেলে কার্ডের চাল বিতরণে রয়েছে কারচুপি। জেলে না হয়েও টাকার বিনিময়ে জেলে কার্ড দেয়া থেকে শুরু করে সচিব সাইফুল ইসলাম জন্ম মৃত্যু নিবন্ধনে ও টাকা নিয়ে থাকেন।
টিসিবি পণ্য বিতরণে প্রকৃত কার্ডধারীদের না দিয়ে দলীয় কয়েকজনের মাঝে বিতরণ করে মাল নেই, চলি যান ’বলে সব মালামাল ট্রাকে করে নিয়ে অজানা গন্তব্যে চলে যান সচিব সাইফুল ইসলাম ও খোকন মেম্বার। এই নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থানীয় প্রকৃত টিসিবি কার্ডধারীরা।
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন- সরকারি কিছু তথ্য রয়েছে যা দেয়া যাবে না। যেগুলো দেয়া যায় সেগুলো পেতে যথাযথ নিয়ম মেনে এপ্লাই করলে পেয়ে যাবেন। তবে আপনাদের কাছে যে অভিযোগগুলোর কথা শুনেছি, তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।