মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
সৌদি দূতাবাসের আয়োজনে রংপুরে হিফযুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্যাটারী চালিত ভ্যানে মাদক পরিবহন কালে আটক ১ পিকআপে মাদক পরিবহনকালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সংবাদিকের পিতার মৃত্যুতে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের শোক ধুনটে জাতীয় প্রবাসী দিবস উদযাপনে আলোচনা সভা রংপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু সম্প্রীতির দেশ গড়তে জামায়াতে ইসলামীর পাশে দাঁড়ানোর আহ্বান রংপুরে ইসলামী আন্দেলনের গণ সমাবেশ কিশোরগঞ্জে বিলুপ্ত উপজেলা চেয়ারম্যানকে স্বপদে বহালের দাবি ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে প্রাক-বড়দিন উদযাপন নবম বারের মতো শিক্ষক পরিষদের সম্পাদক হলেন প্রফেসর আজাদ ফুলবাড়ীতে মাদক কারবারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সোনালী সকাল ও সোনালী অতীত ফুটবল ক্লাবের প্রীতি ম্যাচ সম্পন্ন থানচিতে মহান বিজয় দিবস পালন জলঢাকায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন বিজয় দিবসে রাজশাহী জেলা পরিষদের শ্রদ্ধা জ্ঞাপন বিজয় দিবস উপলক্ষে রংপুর মহানগর জামায়াতের আলোচনা সভা লক্ষ্মীপুরে ইউএনও অপসারণের দাবীতে বৈষম্যের মানববন্ধন নড়াইলে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন গ্রেফতার

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় পঙ্গু সোহেলের মানবেতর জীবনযাপন

মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এমন প্রচলিত বাক্য শোনা গেলেও অসহায় সোহেলের জীবনের খোঁজ রাখেনা কেউ।

ময়মনসিংহের ত্রিশালের সদর ইউনিয়নের আউলটিয়া রাগামারা বাজারের পাশে ফেদু মণ্ডল বাড়ির সোহেল মিয়া সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে দীর্ঘ ১০ বছর ধরে মানবেতর জীবন যাপন করছেন।

জানা গেছে- একটি বেসরকারি প্রতিষ্ঠান স্কয়ারে এমব্রয়ডারি সেকশনে কাজ করতেন সোহেল মিয়া। সে ডিউটিতে যাওয়ার সময় ২০১০ইং সালে স্টাফ গাড়িটি সড়ক দূর্ঘটনার শিকার হলে দূর্ঘটনায় আহত হন তিনি। তারপর সোহেলকে কোম্পানির লোকজন উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

শরীরের অবস্থা আরও অবনতি ঘটলে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তাররা জানান তার তিন নাম্বার পাইনালস্কট মেরুদণ্ড ভেঙে গেছে। এরপর স্কয়ার হাসপাতালে অপারেশন করা হয়েছে।

ওই হাসপাতাল থেকে দুই সপ্তাহ পর সাভারে সিআরপি থেরাপি জন্য পাঠানো হলে সেখানে দুই মাস চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। দীর্ঘ দুই মাস চিকিৎসার পর সিআরপি হসপিটাল থেকে সোহেল কে একটি হুইল চেয়ার দেয়া হয়। সিআরপিতে তার শারীরিক কোনো উন্নতি হয়নি।

তখন হাসপাতাল পক্ষ থেকে জানানো হয় সোহেল আর সুস্থ হবে কিনা বলা যাচ্ছে না। এখন দুর্ঘটনার ১০ বছর অতিবাহিত হলেও হুইল চেয়ারে জীবন যাপন করছেন সোহেল।

সোহেলের পরিবারের লোকজন জানান- বর্তমানে তিনি হাত পা নাড়াতে পারে না সম্পূর্ণ শরীর প্যারালাইসিস হয়ে গেছে। হাত দিয়ে খেতে পারেনা খাওয়ানো ও প্রস্রাব পায়খানা করা সম্পুর্ন স্ত্রীর উপর নির্ভরশীল। সোহেল মিয়ার সংসারে উপার্জন করার মত কেউ নেই, অভাবের সংসারে ছেলে মেয়ে কে নিয়ে বর্তমানে খুব কষ্টে মানবেতর জীবন করছেন তিনি।

সড়ক দূর্ঘটনায় পঙ্গু সোহেল জানান- প্রতিমাসে ওষুধ কিনতে হয় চার থেকে পাঁচ হাজার টাকা। অন্যদিকে ছেলেমেয়ের লেখাপড়ার খরচ ও সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে। সবার কাছে অনুরোধ কঠিন বিপদের সময় সবাই উনার পরিবার কে আর্থিক সাহায্য করবেন।

যোগাযোগঃ
পঙ্গু সোহেল এর পার্সোনাল বিকাশ নাম্বার
01751199347
01679157641 ও নগদ একাউন্ট্,,
Sonali Bank,A/C
3324101020234,
কথা বলতে চাইলে Imo 01751199347

সে এখন শারীরিক ভাবে প্রতিবন্ধী।
খেয়ে না খেয়ে দিন কাটাতে হচ্ছে সোহেলের। তার ঔষধের জন্য, মাসে ৪০০০/৫০০০ হাজার টাকা লাগে।আসুন একজন মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ায় মানবতার সেবায়। জয় হোক মানবতার।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com